স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। এটা অতীতেও প্রমাণিত হয়েছে এবং বর্তমানেও এদেশের মানুষ তা উপলদ্ধি করছে। কৃষি, শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়নসহ এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। আওয়ামী লীগ সরকারের সফলতায় ইর্ষান্বিত হয়ে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৫ জন সদস্যকে হত্যা করা হয়।
গত রবিবার বিকাল ৫ টায় পৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে ও শিবেন্দ্র চন্দ্র দেব শিবু পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত। এসময় আরও বক্তব্য রাখেন আব্দুল আলী, চন্দু মিয়া, হাছন আলী, এড. নুরুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, আলাউদ্দিন আলম, মর্তুজ আলী, ইমরান হোসেন রোহেল, কবির আহম্মেদ, জয়নাল আবেদীন রাসেল, নুরুল হক প্রমূখ। শোকসভা শেষে নাজিরপুরের মোঃ শাহ আলমের নেতেৃত্ব স্বপন মিয়া, বাবুল মিয়া, কবির মিয়া, গিয়াসউদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদেন।