স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামকস্থানে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন আহত হয়েছে।
গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মাধবপুর থেকে একটি গরুবাহী ট্রাক মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এ সময় উপল্লেখিত স্থানে এসে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহত অবস্থায় সাজু মিয়া (৩০) আতিক মিয়া (২২), নাছির মিয়া (২৪) ও কদর আলী (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশংকাজনক অবস্থায় ট্রাক চালক সাজু মিয়া (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।