রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

মানুষ কাঁদে আর অমানুষেরা কাঁদায় ॥ আবারও বানিয়াচং সড়কে ঝড়লো একটি তাজা প্রাণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মানুষের মস্তিষ্ক বিকশিত হতে সময় লেগেছে কয়েক মিলিয়ন বছর। যদি আমরা পিছনে ফিরে তাকাই, ইতিহাস সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে যে, আমরা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্বস্তি ও সুবিধাজনক প্রজন্ম। প্রশ্ন হল, জীবন যখন এতটাই বিকাশিত তখন আমাদের বিবেকের কতটা সু-ব্যবহার করছি আমরা ? মানুষ কাঁদে আর অমানুষেরা কাঁদায়। আর কত মানুষ মরলে এই বিবেকহীন অমানুষগুলোর বিবেক জাগ্রত হবে। কিছু দিন যেতে না যেতেই আবারও বানিয়াচং সড়কে ঝড়লো একটি তাজা প্রাণ। বানিয়াচং হবিগঞ্জ সড়কে যেন একটি মৃত্যুর সড়কে পরিণত হয়েছে। এ রাস্তায় যাতায়াতকারী জনসাধারণ প্রতিনিয়তই থাকছে জীবন মৃত্যুর ঝুকিতে। এই রাস্তায় চলাচলকারী বানিয়াচং আইডিয়েল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন তার ফেইসবুক ওয়ালে লিখেছেন ‘একবার নয়, দুইবার নয়। পরপর তিনবার বড় ধরণের দূর্ঘটনা থেকে বাঁচলাম। আমার জীবনে এমন আতঙ্কিত হইনি কখনও। চোখ বন্ধ করে স্ত্রী-সন্তানদের কথা ভাবছিলাম! আমি যা বুঝলাম, মরার সময় মানুষের অনুভূতিটা হয়ত এমনই হয়! বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি চালকের কান্ডজ্ঞানহীনতা এবং অদতার কারনে খুবই আতঙ্কিত আমরা পাঁচ যাত্রী। হবিগঞ্জ এসে পৌঁছেছি। সমস্ত শরীর এখনও কাঁপছে! আমাদের আর কিছু বলার নেই। কাকে, কি বলবো, কার কাছে নালিশ দিব? আসলে এই রাস্তায় চলাচল করতে হলে জীবন বাজি রেখেই চলতে হবে! তার ফেইসবুক ওয়ালে এই স্ট্যাটার্স লিখার কয়েক ঘন্টার মধ্যেই উনার বাসার পাশ^বর্তী এলাকার পশ্চিম দরগা মহল্লা এলাকার তাহের মিয়ার স্ত্রী জোৎস্না আক্তার সিএনজি দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে বানিয়াচং হবিগঞ্জ সড়কের কালারডোবা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, জোৎস্না আক্তার হবিগঞ্জের রাজনগর এলাকায় বাবার বাড়ীতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে হবিগঞ্জ সড়কের কালারডোবা সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সা ও ট্রলীর সাথে সংঘর্ষে সিএনজি অটোরিক্সাতে থাকা জোৎস্না আক্তারসহ ৫ জন আহত হন। তন্মধ্যে গুরুতর আহত জোৎস্না আক্তারকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান। জোৎস্না আক্তার এর মৃত্যুর খবর তার স্বামীর বাড়ী বানিয়াচং এলাকার পশ্চিম দরগা মহল্লায় পৌছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবেগগণ মন্তব্য করে যাচ্ছেন। বানিয়াচংয়ের একজন সংবাদকর্মী মোঃ আশিকুল ইসলাম তার ফেইসবুক ওয়ালে লিখেন এ ব্যাপারে আমরা বড় এতিম! দেখার কেউ নাই। বেশি বললে গাড়িতে তুলবে না। সয়ে সয়ে আল্লাহর কাছে জীবন চেয়ে চেয়ে চলাচল করা ছাড়া উপায় নেই! এত দূর্ঘটনার পরও এ বিষয়ে কার্যত কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন? আর কত প্রাণ গেলে জাগ্রত হবে আমাদের বিবেক। লন্ডনে অবস্থানরত বানিয়াচং দেওয়ানদিঘির পাড় এলাকার বাসিন্দা মোঃ আকিব হাসান এ প্রতিবেদকের সাথে মর্মান্তিক এ দূর্ঘটনার খবর পেয়ে মোবাইল ফোনে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এরকম বেপরোয়া গাড়ী চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ না করা হলে এ মৃত্যুর মিছিল থামানো যাবে না। প্রতিটি দূর্ঘটনার পিছনে ফিরে থাকালে দেখা যায় চালকদের বেপরোয়া গাড়ীর চালানোর কারনেই এমন দূর্ঘটনার শিকার হচ্ছেন সারধারন মানুষ। এক্ষেত্রে বানিয়াচংয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এক মঞ্চে এসে এব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহনের দাবীও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com