স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জোসনা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, ওই সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা যাবার সময় বিপরীত দিক থেকে আসা লাইটবিহীন লক্কর ঝক্কর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোসনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। সে বানিয়াচং উপজেলা সদরের দরগা মহল্লার তাহের মিয়ার স্ত্রী। আহতরা হলেন, চাঁনপাড়ার জমির হোসেনের পুত্র শান্ত হোসেন (২০), পাহাড়পুর গ্রামের প্রসেন দাশের পুত্র মৃদুল দাশ (২৫)। পরে স্থানীয়রা ও প্রশাসনের লোক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।