স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শীতের ঘন কুয়াশা থাকার কারণে এমন হচ্ছে বলে আশংকা করা হচ্ছে। গত বুধবার গভীর রাতে শহরের শ্মশানঘাট ও মহিলা কলেজ রোড এলাকার বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। জননী এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সিসি ক্যামেরা ও তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাদের লকারে থাকা আড়াই লাখ টাকা ও মালামাল নিয়ে যায়। এ ছাড়া গুরুজি ডটকম, জনতা লাইব্রেরীতেও একই কায়দায় চুরি করে মালামাল নিয়ে যায়। সর্বশেষ শ্মশানঘাট এলাকার এসএ পরিবহণের তালা ভেঙ্গে চোরের দল ভেতরে প্রবেশ করলে কর্মচারী জেগে যাওযায় ও চিৎকার করলে চোরের দল পালিয়ে যায়। এসএ পরিবহনের ম্যানেজার শাকিল আহমেদ জানান, দুর্র্বৃত্তরা ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যাবার চেষ্টা করে। পরে তারা চিৎকার করলে তারা পালিয়ে যায়।।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্যাকস সভাপতি সামছুল হুদা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, এরকম করে যদি চুরি হতে থাকে তাহলে তাদের পথে বসতে হবে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, চোরদের দ্রুত আটক করা হবে।