স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সতং বাজার থেকে ফারুক আলম তালুকদার (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের আব্দুর রউফ তালুকদার বিনু মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলার এক বছরের সাজা পরোয়ানাসহ ১৩ লক্ষ টাকার অর্থদন্ড রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। সম্প্রতি সে বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।