স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ফয়সল মিয়া (২০) নামে আরো এক যুবক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেফুল মিয়া তারাপাশা গ্রামের ছোট্ট মিয়ার পুত্র। সে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সল মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। ঘটনার পর ধুলিয়াখাল-মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।