স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আষেড়া গ্রামে পানিতে ডুবে রিমা আক্তার (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রিমা আক্তার ওই গ্রামের মৃত ইছার উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিমা আক্তার বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। গতকাল মঙ্গলবার সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, রিমা আক্তার বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের লোকজনের অগোচরে একটি পুকুরে পরে তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।