প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিপুল ভোটে ৪র্থ বারের মত এমপি নির্বাচিত হওয়ায় মোঃ আবু জাহিরকে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এমপি আবু জাহিরের বাস ভবনে গিয়ে মাচেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধক্ষ্য আলহাজ্ব শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল হান্নান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, সাহিত্য শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক সামাজুল খান, সমাজকল্যাণ সম্পাদক রতন কুমার রায়, কার্য নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন, তাজুল ইসলাম, অঞ্জন রায়, কেশব মিত্র, পলাশ মোদক প্রমুখ।