বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, “জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তিতে দতার বিকল্প নেই। এ লক্ষ্যে বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আজ যারা এখানে ক্ষুদে বিজ্ঞানী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছ তাদের একদিন বিশ্বসেরা বিজ্ঞানী হতে হবে।” তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, কৃষি অফিসার সাজ্জাদুর রহমান, মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, শ্রমিকলীগ সভাপতি শামীনুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আজাদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশগ্রহণ করেছে।