স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর বাইপাস পয়েন্টে গত শুক্রবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে সহায়তা চেক বিতরণ করেছেন পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।
গতকাল সোমবার পৌরভবন সভাকক্ষে অনুষ্ঠিত এক চেক বিতরনী সভায় প্রধান অতিথি আলহাজ্ব জি, কে গউছ ক্ষতিগ্রস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকার সহায়তা চেক বিতরন করেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন অগ্নিকান্ডে ব্যবসায়ীরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তা এই সামান্য অনুদানে পূরণ করার মতো নয়। তবুও পৌরসভা ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এবং তাদের সমব্যাথী হতে এটি প্রতীকি অনুদান।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, সৈয়দা লাভলী সুলতানা, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম বিন আখতার, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস প্রমুখ।