বরুন সিকদার ॥ আজ বাদে কাল উদযাপন হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা (কোরবানীর ঈদ)। আর কোরবানী ঈদকে সামনে রেখে হবিগঞ্জ জেলা শহরের কামারপট্টি সহ বিভিন্ন স্থানের কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। কামার শিল্পীদের নিরলস পরিশ্রমে তৈরী করা হচ্ছে মাংস কাটার বিভিন্ন যন্ত্রপাতি। প্রতি বছরই ঈদুল আযহাকে কেন্দ্র করে কয়েকদিন কর্ম ব্যস্ততায় কাটালেও বছরের অন্যান্য দিনগুলো কাটে অলসতায়। তাছাড়া বর্তমান বাজারে যুগের সাথে স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতির সাথে পাল্লা দিয়ে টিকে থাকা কষ্টদায়ক, যার কারনে অনেকেই পূর্বপুরুষের পেশা ছেড়ে দিয়েছে বলে জানায় কামার শিল্পীরা। তারপরও কোরবানীর ঈদকে সামনে রেখে কামারপট্রি এলাকা এখন সরগরম হয়ে উঠেছে। শহরের চৌধুরী বাজার, বেবীস্ট্যান্ড, খোয়াই ব্রীজ সংলগ্ন এলাকাসহ কয়েকটি স্থানে সরজমিনে ঘুরে দেখা গেছে, ঈদুল আযহাকে কেন্দ্র করে কামার শিল্পীদের ব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দা, বটি, ছুরি, চাপাতিসহ কোরবানীর পশুর মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরীর কাজ। চামড়ার বাতি মেশিনের মাধ্যমে বাতাস ও পোড়া কয়লার আগুনের উত্তাপে পেটা লোহাকে পুড়িয়ে হাতুরী দিয়ে বিভিন্ন আকৃতির সরঞ্জাম তৈরীর কাজ চলছে। এসময়ে চলে কামার শিল্পীদের হাতুরী-বাটলের টুং-টাং শব্দ। পরে দা, বটি, ছুরিগুলোকে শান দিয়ে পর্যাপ্ত ধারালো করা হয়। মান হিসেবে বিভিন্ন আকার ও সাইজের সরঞ্জাম গুলোর দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
নতুন সরঞ্জাম ক্রয়ের চেয়ে পুরাতন যন্ত্র ধারালো করতে কামার ঘরগুলোতে ভীড় জমাতে দেখা গেছে ক্রেতাদের। আবার অনেক ক্রেতা তাদের পছন্দসই সরঞ্জাম ক্রয় করলেও দাম বেশী বলে মন্তব্য করেছেন।
কামার শিল্পী হেমেন্দ্র পাল বলেন, ঘামে ঝরা পরিশ্রম অনুযায়ী আমাদের মূল্যায়ন ও মুজুরী কম। কোরবানী ঈদ আগমনীর সপ্তাহ পূর্ব সময় আমাদের ব্যবসার সুদিন হলেও বাকি দিনগুলো কষ্টে কাটে।