স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ থেকে হারুন মিয়া (২৫) নামে এক গরু চোরকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের বাসিন্দা। জানা যায়, গত ১ সপ্তাহে প্রায় বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। এরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। এর পর থেকে অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে জোরদার অভিযান চালায়।