স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা ১৮তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ জানুয়ারি) উপজেলার পৌরশহরে দাউদনগর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের আশেকান ভক্তভৃন্দদের আয়োজনে ১৮ তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইছালে সাওয়াব মাহফিল দাউদনগর বাজার এলাকার আশেকান ভক্ত মোঃ রঙ্গু মিয়া তত্বাবধানে এবং দাউদ নগর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জুনাইদ আহমেদ এর পরিচালনায় সিপাহসালার (মাদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসূরী আওলাদের রাসুল ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেল মোকাম্মেল আলহাজ্ব হযরত শাহ সূফী সৈয়দ ছাত্তার নকশে বন্দি মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) ও পীরে কামেল মোকাম্মেল হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল- কাদরী, নকশে বন্দি মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) দ্বয়ের শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার জামে মসজিদের সভাপতি মোঃ করম আলী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ১৮তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল সহ-সভাপতিত্বে ওয়াজ মাহফিল করেন-ফান্দাউক দরবার শরীফের হযরত মাওলানা পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ, মাধবপুর উপজেলার জগদীশপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ সূফী আহমদ খাঁন, দাউদনগর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আব্দুল ওয়াদুদ ছিদ্দিকী প্রমূখ।