ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে ঘোষণা করা হয়েরেছ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক ও ৩ জনকে যুগ্ম আহ্বায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি মেনে নিতে পারেনি একটি অংশ। পরবর্তীতে এর কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আরেকটি কমিটি ঘোষণা দেয়া হয়। এরপর থেকে উভয় পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গত ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসা ছিলেন কেন্দ্র ঘোষিত কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। এ সময় জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটির পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেলের উপর হামলা চালায়। গুরুতর আহত রুবেলকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা নাজিম উদ্দৌলা চৌধুরী ও তার পক্ষে লোকজনের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে।