রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

মানুষ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপর আস্থা রেখে শত অপপ্রচার চালানো সত্ত্বেও জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশের মানুষ বিএনপির লিফলেট বিতরণ ও বোমাবাজিতে ভ্রুক্ষেপ না করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। হবিগঞ্জ-৩ আসনে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল পৃথক অনুষ্ঠানে একথা বলেছেন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ নৌকা প্রতীকের পক্ষে থাকবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করেছেন। গ্রামাঞ্চলের লোকজন নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কারণ গত ১৫ বছরে তাঁরা তাদের আকাংখার চেয়ে বেশি উন্নয়ন পেয়েছেন। তিনি বলেন, বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী আমাকে চারবারসহ সাতবার আওয়ামী লীগকে বিজয়ী করেছেন। তাঁরা প্রমাণ করেছেন হবিগঞ্জ-৩ আসন নৌকা প্রতীকের।
এমপি আবু জাহির আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারসহ মেগা প্রকল্পের পাশাপাশি অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এমপি আবু জাহির গতকাল সকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ হবিগঞ্জ জেলা কাউন্সিল উপলক্ষে সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর শুভেচ্ছা বিনিময় করতে তাঁর বাসভবনে আসা বিভিন্ন এলাকার লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com