স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে জুমার খুৎবায় আওলাদে রাসুল (সা) সায়্যিদ মওদুদ মাদানী বলেছেন- দুনিয়ার জীবন ক্ষনস্থায়ী, কিন্তু আখেরাতের জীবন দীর্ঘমেয়াদী। দুনিয়ার জীবন এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবনের কোনো শেষ নেই। দুনিয়ার জীবন ইসলামের পিছনে ব্যয় করলে আখেরাতের জীবন সুন্দর হবে।
তিনি বলেন- আল্লাহর আযাব বড় ভয়ংকর। দোযকের আগুন থেকে শুধু নিজে বাচলে হবে নাম, পরিবারের সদস্যদেরকে তথা স্ত্রী সন্তানদেরকেও বাচাতে হবে। জুমার নামাজের পূর্বে প্রায় ৫ মিনিটের দেয়া হিন্দি বয়ানে তিনি সকলকে ইসলামের পথে চলার আহবান জানান। উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন উপলক্ষে বিদেশ থেকে অনেক অতিথি এসেছেন। জুমার নামাজের পূর্বে বয়ান করেন হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
তিনি বলেন- বাংলাাদেশে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দেয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়িত করে সেখানে সমকামিতার মতো অপরাধকে উৎসাহিত করা হচ্ছে। কৌশলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সমুলে নষ্ট করার একটাই উদ্দেশ্য যাতে মুসলমানরা ইমানের শক্তি নিয়ে বেড়ে উঠতে না পারে। তিনি বলেন-একটি শিশু যখন কথা বলা শুরু করবে তাকে আল্লাহর নাম দিয়ে কথা বলানো শিক্ষা দেয়া প্রয়োজন। একটু বড় হলে তাকে সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা দেয়া উচিৎ। তাহলে সে একজন সুনাগরিক ও সুসন্তান হতে পারে। আল্লাহর কাছে শুক্রবার হচ্ছে সবচেয়ে দামী দিন।
জুমার নামাজের আজানের পর খুৎবার মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়, তাছাড়া একাধিক হাদিস দ্বারা স্বীকৃত- জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে আল্লাহর বান্দার দোয়া কবুল করেন। গতকাল শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন সায়্যিদ মওদুদ মাদানী। জুমার নামাজে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত মুসল্লী অংশ গ্রহন করেন।