স্টাফ রিপোর্টার ॥ রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম পৌর এলাকার নবীগঞ্জ রোড, কামড়াপুর চৌরাস্তা ও আনোয়ারপুর বাইপাস এলাকায় অটোরিক্সা শ্রমিকদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, কার্যকরী কমিটির সভাপতি মোঃ ধনু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, সহ-সভাপতি মোঃ এনামুল হক, মোঃ সামছু মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ অটোরিক্সা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণের জন্য মেয়র সেলিমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকল রিক্সা শ্রমিকদের এ কার্যক্রমের আওতায় আনার আহবান জানান।