সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেলকে কুপিয়ে জখম পাল্টা হামলায় নাজিমের বাড়িঘর ভাংচুর গাড়িতে অগ্নিসংযোগ ॥ থমথমে অবস্থা বিরাজ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বা পড়া হয়েছে


নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল (২৮) এর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পাল্টা হামলায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িঘরে হামলা-ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গতকাল রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজায় রুবেলের উপর হামলা ও পরে পৌর এলাকার জয়নগর গ্রামে নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িঘরে হামলা-ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় আহত জাহিদুল ইসলাম রুবেল নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়- এক বছর আগে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকে উভয় পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসা ছিলেন জাহিদুল ইসলাম রুবেল।

এ সময় রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। এতে গুরুতর আহত হয় রুবেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর পেয়ে জাহিদুল ইসলাম রুবেলের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নবীগঞ্জ শহরে অবস্থান নেয় ও পরে জয়নগরস্থ নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা করা হয়। এ সময় দুটি সিএনজি ও বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে শহরে একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এঘটনার পর থেকে নবীগঞ্জ শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, গুরুতর আহত অবস্থায় রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com