স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোঃ সোহাদ মিয়া চৌধুরী সোহাদ নামের এক ব্যক্তি। গতকাল ১৭ জানুয়ারী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৬ এর আমল আদালতে এই মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযুক্তরা হলেন- শাহজীবাজার বিউবো এর ক্যাশিয়ার মোঃ রায়হান, নির্বাহী প্রকৌশলী এ.কে মফিজ উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক নিরাপত্তা মুনাব্বির হাসান, ইন্সপেক্টর পিডিবি ওমর ফারুক, ভারপ্রাপ্ত সুপাইভাইজার খলিল, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুর রহমান, মতিন মিয়া ও ফতেহপুর গ্রামের রেনু মিয়া।
মামলার এজহারে উল্লেখ করা হয়, শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভিতরের ৩টি গাছ ১ লাখ ৭০ হাজার টাকায় ক্রয় করেন মোঃ সোহাদ মিয়া চৌধুরী। গাছ গুলো কেটে বাহিরে নিয়ে আসার জন্য তাকে নির্বাহী প্রকৌশলী (পরিমাপ ও নিয়ন্ত্রণ) স্বাক্ষরিত একটি গেট পাসও দেয়া হয়। গাছ গুলো কেটে নিয়ে যাবার সময় নিয়ম বর্হিভূতভাবে কাটা হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা গাছ ও গাড়ি আটক করেন। এ বিষয়টি নিয়ে সোহাদ চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা গাছ ও গাড়ি ফেরত দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে গাছগুলো বিক্রির কথা তারা অস্বীকার করেন।
বিজ্ঞ আদালত ১০ দিনের মধ্যে এএসপি মাধবপুরকে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ প্রদান করেন।