স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শীতের কারণে অনেকেই ঘর থেকে জরুরি কাজ ছাড়া বের হচ্ছেন না। আবার কেউ কেউ রাস্তায় আগুন জ¦ালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। এদিকে সদর হাসপাতালে দেখা গেছে উপচেপড়া ভিড়। অনেকেই হাসপাতালের ভেতরে ঠাই না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এতে করে রোগ কমার পরিবর্তে আরও আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধ রোগীরা। গতকাল বুধবার শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন। সন্ধ্যায় গিয়ে দেখা যায়, হাসপাতালের ভেতরে ঠাই না পেয়ে অনেকে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। তবে অনেকের অভিযোগ হাসপাতাল থেকে কোনো ওষুধ দেয়া হয়না। সবকিছু বাহির থেকে কিনে আনতে হয়।