নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে বেজে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল। সম্ভাব্য প্রার্থীরা কনকনে এই শীতে নেমে পড়েছেন জণসংযোগে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জনসংযোগ। সংসদ নির্বাচনের রেষ, উত্তাপ কাটতে না কাটতেই উপেজলা পরিষদ নির্বাচনের পাস ফেইলের হিসাব কষতে শুরু করেছেন সাধারন মানুষ। ৭ জানুয়ারীর জাতীয় নির্বাচনে নৌকার ভরাডুবির কারনে আওয়ামীলীগ ঘরানার প্রার্থী ও নেতা কর্মীদের মাঝে নৌকা ভীতি প্রকটাকার ধারন করেছে। নৌকার টিকিটে কেউই নির্বাচন করতে আগ্রহী নন- এমন কথা এখন হাটে বাজারে তবে গেলো সংসদ নির্বাচনের পরিস্থিতির সাথে উপজেলা নির্বাচনকে একই মানদন্ডে মেলাতে নারাজ সিংহভাগ ভোটার। আসন্ন নির্বাচনে সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সাথে বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর মুল প্রতিদ্বন্ধতায় থাকবেন বলে মনে করছেন সাধারন মানুষ। গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা না পেয়ে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তাহের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। মাত্র ১৩ শ ভোটে হেরে যান নৌকার প্রার্থী আব্দুল কাদির লস্করের কাছে। বিদ্রোহী প্রার্থী হবার কারনে আবু তাহেরকে সাধারন সম্পাদকের পদ হারাতে হয়। ৭ জানুয়ারীর সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ মাহবুব আলীর পক্ষে আব্দুল কাদির লস্কর ও আবু তাহের প্রচারে অংশ নেন। আবু তাহের এর আগে দাওয়াত নিমন্ত্রনে অংশ গ্রহন ছাড়া অন্য কোন স্থানে নিজেকে জড়াননি। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আর করও নাম তেমন ভাবে শুনা যাচ্ছেনা। বিএনপি নির্বাচনে অংশ নিলে চুনারুঘাট বিএনপি’র সভাপতি সৈয়দ লিয়াকত হাসান প্রার্থী হবেন এটা নিশ্চিত করেছেন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া চলতি মাসে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কৃতকার্য হওয়ায় তার নির্বাচন পরিচালকদের মাঝে কয়েকজনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তারা হলেন, জাপানী মালেক খ্যাত আব্দুল মালেক ও ব্যাংকার রায়হান উদ্দিন। যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী জানান,তিনি নৌকার টিকিট চাইবেন। নৌকার টিকিটে নির্বাচন করতে আগ্রহী তিনি। সাংবাদিক শফিকুল ইসলাম লুতু,জাপানী মালেক খ্যাত আব্দুল মালেক ও ব্যাংকার রায়হান আহম্মদ’র নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে তবে তারা কেউই এখন পর্যন্ত নিজ থেকে প্রার্থীতা ঘোষনা করেন নি বা নির্বাচনে মাঠে নামেননি।
২২ টি চা বাগান,৩৭ কিমি সীমান্ত এলাকা,সংরক্ষিত বনাঞ্চল, ১০ টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে গঠিত চুনারুঘাট উপজেলা। এখানে ভোটার রয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৬৭৪ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ২২ হাজার ২৭২ জন।