বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জমিলা বেগম আর নেই

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মহিলালীগের সভাপতি ও জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান জমিলা বেগম ইন্তেকাল করেছেন। গত সোমবার রাত সাড়ে ১১ টায় শহরের শায়েস্তানগরস্থ নিজ বাসভবনে তিনি বার্ধক্য জণিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্বে মরহুমার কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও মরহুমার ছোট ভাই জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল। জানাজার নামাজ শেষে শায়েস্তানগর কবরস্থানে মরহুমার লাশের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মরহুমা জমিলা বেগম বিশিষ্ট আইনজীবি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চৌধুরীর স্ত্রী ও হবিগঞ্জ জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহেরুন্নেসা চৌধুরী মজুর মা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com