স্টাফ রিপোর্টার ॥ মাওলানা ফারুকী হত্যা প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হরতাল পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ঃ ইসলামী ফ্রন্ট নেতা চ্যানেল আইয়ের কাফেলা ও শান্তির পথে ইসলামীক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকা অর্ধদিবস হরতাল মাধবপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে আহলে সুন্নাত ওয়াল
জামাতের নেতাকর্মী ও ওলামা মাশায়েখরা ভোর থেকেই উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে হরতালের সমর্থনে পিকেটিং করে। এ সময় অভ্যন্তরীণ সড়ক সহ দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। দুপুরে খান্দুরার হাবেলির উদ্যোগে পীরজাদা আওলাদে রাসুল সৈয়দ জুবায়ের কামালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হরতালের সমর্থনে মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রবেশ করে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতী আব্দুল মজিদ চিশতী, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ফারুক পাঠান, মোঃ শানু ভূঁইয়া, মাওলানা ইউনুছ আনছারী, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা তাজুল ইসলাম মুজাদ্দেদী, মাওলানা আশ্রাব আলী, মাওলানা নাছির উদ্দিন খান, মাওলানা হারিছ মিয়া প্রমুখ। বক্তারা ফারুকী হত্যার প্রকৃত খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। পরে নিহতের আত্মার মাগফেরাত কামনায় পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও উপজেলার ধর্মঘর, চৌমুহনী, মনতলা, জগদীশপুর, আদাঐর, নোয়াপাড়া, বাঘাসুরা ও বুল্লা সহ উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে পিকেটিং হয়েছে।
চুনারুঘাট প্রতিনিধি ঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ডাকে গতকাল চুনারুঘাট পৌর শহর ও ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-নতুনব্রীজসহ উপজেলার সর্বত্র অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ভোর ৬টা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা চুনারুঘাট মধ্যবাজারে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও খন্ড খন্ড মিছিল করে। দুপুর ২টা পর্যন্ত হরতাল চলাকালে চুনারুঘাট পৌর শহরের এর দোকানপাট, ব্যাংক বীমাসহ সরকারি অফিস বন্ধ ছিল। এ সময় রিক্সা ছাড়া কোন প্রকার যানবাহন চলাচল করেনি। দুপুর ১ টায় চুনারুঘাট মধ্যবাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস. এম. সুলতান খানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খান, উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, আতাউর রহমান সরকার তৌফিক, চুনারুঘাট পৌর শাখার প্রভাষক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমদ, মাওলানা ছালেহ আহমদ তালুকদার, মাওলানা জুবাইর আহমদ রহমতাবাদী প্রমুখ। এদিকে দুপুর ১টায় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ প্রাঙ্গণে পিকেটিং শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ থানা ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি জাহেদুল ইসলাম বি.এস.সি, জেলা শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক ডাঃ এস. এম. সরোয়ার, ডাঃ আব্দুল কাদির প্রমুখ। সভায় বক্তাগণ অনতিবিলম্বে ফারুকী হত্যাকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় আগামী ২ সেপ্টেম্বরের পর থেকে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
হবিগঞ্জ শহর ঃ
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শীর্ষস্থানীয় আলেম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আহুত গতকাল সারাদেশব্যাপী অর্ধদিবস হরতালের অংশবিশেষ হবিগঞ্জ জেলা শহরে স্বতঃস্ফুর্ত হরতাল পালিত হয়েছে। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে থানামোড়ে একত্রিত হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার চৌরাস্তার মোড়ে ছাত্রসেনা জেলা সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা অধ্যক্ষ এ.টি.এম নূর উদ্দিন জঙ্গি, কেন্দীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মাওলানা অধ্যক্ষ সোলাইমান খান রাব্বানী, জেলা-সহ সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক-অধ্যক্ষ গোলাম সরওয়ার, মাওলানা আবুল খায়ের শানু, ডাঃ ফারুক মিয়া, মাওলানা এম.এ জলিল, মুফতি আশরাফুল ওয়াদুদ, ডাঃ এস.এম সরওয়ার, মুফতী তাহির উদ্দিন ছিদ্দিকী, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুল আলীম, যুবসেনা আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সবিচ মাওলানা আবু তাহের, ছাত্রসেনা জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ বায়েজিদ আহমদ খাঁন, তাজুল ইসলাম, শেখ আইয়ূব আলী, আলহাজ্ব বুলবুল চিশ্তী, মাওলানা রেদোয়ানুল হক আশরাফী, মাওলানা মঈন উদ্দিন আশরাফী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন-যতদিন পর্যন্ত শহীদ ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। বক্তারা সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন-শহীদ ফারুকীর প্রকৃত হত্যাকারীদের আড়াল করে নাম মাত্র ভূমিকা পালন করলে সুন্নী জনতা কঠিন আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিশেষে দোয়া পরিচালনা করেন-আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা এম.এ মোহিত। এছাড়া মিরপুর, পুটিজুরি, দিনারপুর ফুলতলী বাজার, আউশকান্দি, নবীগঞ্জ, লাখাই, বানিয়াচং, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জসহ বিভিন্ন জায়গায় হরতাল পালিত হয়েছে।
শায়েস্তাগঞ্জে শতস্ফুর্ত হরতাল
মোঃ জালাল উদ্দিন রুমি শায়েস্তাগঞ্জ থেকে জানান, সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় আর্ন্তজাতীক সম্পাদক মাওলানা নুরুল হক ফারুকীর হত্যার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে শতস্ফুর্ত ভাবে হরতাল পালিত হয়েছে। রবিবার ভোর থেকে শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটাররা মিছিল-সমাবেশ করে। শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ গোল চত্তর, পুরান বাজার, ওয়ার্কসপ, দাউদনগর বাজার, রেলগেইট, দেউন্দি সড়ক, রেল স্টেশন রোড, সুতাং বাজারসহ বিভিন্ন এলাকায় পিকেটারদের পিকেটিং ও মিছিল করতে দেখা গেছে। হরতালের কারনে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় সাময়িক পরীক্ষা বাতিল করা হয়েছে। শায়েস্তাগঞ্জ দেশের কোথাও দূরপাল্লার কোন যানবাহন চলেনি। শুধু মাত্র সিলেট-ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করেছে কিন্তু যাত্রী খুবই কম। এমনকি জেলা শহরের সাথে অভ্যন্তরীন সড়কে ও যান চলাচল বন্ধ ছিল।