বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার মহাযজ্ঞ শুরু হয়েছে। এ মহাসড়কে যুক্ত হতে নবীগঞ্জ ও বাহুবলকে স্মার্ট জনপদে পরিণত করতে হবে। এ লক্ষ্যে আমি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। তিনি তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নবীগঞ্জ-বাহুবলবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার কোন প্রতিদান হয় না। যথাসাধ্য সেবাদানের মাধ্যমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এ ল্েয সর্বসাধারণের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি গতকাল রবিবার সকাল ১১টায় বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাহিন, ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ডিএনআই-এর প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, আনসার-ভিডিপি কর্মকর্তা অসীম চন্দ্র দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব ও রিনা কর্মকার প্রমুখ।