কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজাররের শেরপুর ও শ্রীমঙ্গরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। গতকাল রোববার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে দেখা যায়, ছোট বড় মিলিয়ে অনেক প্রজাতির মাছ উঠেছে। ক্রেতার পাশাপাশি মেলায় মাছ দেখতে আসা মানুষের ভিড় লক্ষ করা গেছে। বাজার ঘুরে দেখা যায়, মফিজ মিয়া নামের এক মাছ ব্যবসায়ী বড় আকারের বাঘাইড় মাছ (স্থানীয় নাম বাঘ মাছ) নিয়ে এসেছেন। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন এক লক্ষ টাকা। ব্যবসায়ী মফিজ মিয়া জানান, ৫০ কেজি ওজনের বাঘাইড়টি এখন পর্যন্ত দাম উঠেছে ৬০ হাজার টাকা। মেলায় অন্য আরেকজন মাছ ব্যবসায়ী মোঃ হারুন মিয়া এনেছেন আরেকটি বাঘাইড়। এটির দাম হাকাচ্ছেন ৯০ হাজার টাকা। এখন পর্যন্ত তার ৪৫ কেজি ওজনে মাছটির দরদাম হয়নি। অন্য এক মাছ ব্যবসায়ী হাবিব মিয়া নিয়ে এসেছেন ৩৫ কেজি ওজনের একটি চিতল মাছ। যার দাম হাকাচ্ছেন ৭২ হাজার টাকা। এখ নপর্যন্ত এটিরও কোন দরদাম করেনি ক্রেতা। তবে রাতে বিক্রি হয়ে যাবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। মেলায় ক্রেতা কম মাছ দেখতে আসা স্থানীয় লোকজনের ভীড় লক্ষ করা গেছে। মাছ ব্যবসায়ীরা জানান, দিনে ক্রেতা কম হলেও রাতে শুরু হবে মূল বেচা-বিকি। প্রতি বছরই শ্রীমঙ্গলের এই পৌষ সংক্রান্তির মাছের মেলায় স্থানীয় মাছের পাশাপাশি সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু নদী ও হাকালুকি হাওর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এছাড়াও মেলায় বড় বাঘাইড়, বোয়াল, চিতল, রুই, কাতল, গজারসহ নানান প্রজাতির মিঠাপানির মাছের সমাহার হয়।