স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে মাদক ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সদর মডেল থানার এসআই ওমর ফারুক, ইয়াকুব ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে শহরতলীর বহুলা গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র ডাকাত মুখলেছ (৩৫) ও শহরের অনন্তপুর এলাকার এডভোকেট মৃত আঞ্জব আলীর পুত্র শাহজাহান (৪০) কে আটক করে। পুলিশ জানায়, শাহজাহানের বিরুদ্ধে মাদক মামলা ও মুখলেছের বিরুদ্ধে ডাকাতি মামলায় ৪ বছরের সাজা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিল।