স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদ ৭টি মামলায় সাড়ে ৩ মাস কারাভোগের করে জামিনে মুক্ত হয়েছেন। তিনি নবীগঞ্জের একটি মামলা গ্রেফতার হওয়ার পর জেল গেইট থেকে বের হওয়ার সময় সাদা পোষাকধারী একদল ডিবি পুলিশ তাকে আবারো চুনারুঘাটে রাজনৈতিক ২টি মামলা গ্রেফতার দেখায়। পরে তার বিরুদ্ধে হবিগঞ্জ এর ৩টি ও লাখাই এর ২টি মামলা গ্রেফতার দেখানো হয়। কারাবন্দি থাকা অবস্থায় সময় তিনি হঠাৎ অসুস্থ হওয়ার পর কারা কর্তৃক পক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসা জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সর্বশেষ মামলাটির জামিন মঞ্জুর করেন। হবিগঞ্জ কারা কর্তৃপক জামিনের সকল কাগজয়াদি সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌছালে কারাকর্তৃপক্ষ অসুস্থ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুক্তি প্রদান করেন।