স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম আবারও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে ১৭ বারের মতো মনোনীত হলেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের মাসিক সভায় তাকে পুলিশ সুপার আক্তার হোসেন জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন। জানা যায়, সদর ও মাধবপুর থানার বিভিন্ন আসামী গ্রেফতার ও মামলার রহস্য উন্মোচনসহ সাজাপ্রাপ্ত আসামিকে ধরার জন্য তিনি শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, খলিলুর রহমানসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।