নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে পুরুষ শূন্য থাকার সুবাদে বাড়িতে লুটপাট ও ভাংচুর করে একদল দুর্বৃত্তরা। লুটপাট ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ করেন বাগাউড়া গ্রামের মকলুদ মিয়ার স্ত্রী সাফিয়া বেগম। গত রবিবার রাতে একদল দুর্বৃত্তরা বাড়ি ভাংচুর ও লুটপাটসহ নগদ টাকা নিয়ে যায়। জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন বড় ভাকৈর গ্রামে খসরু মিয়ার ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে ষংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আলিফ মিয়ার পরিবারের লোকজন নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার এড়াতে মামলা দায়ের পর থেকেই মামলার আসামীরা বাড়ি ছাড়া। বাড়ীতে পুরুষ শূন্য থাকার সুবাদে আলিফ মিয়ার পক্ষের লোকজন আসামী পক্ষের লোকজনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে আসছে। তাদের ভয়ে বাড়ি থেকে অন্য জায়গায় থাকতে হচ্ছে মহিলাসহ বাচ্চাদের। সাফিয়া বেগম অভিযোগ করে বলেন জাতীয় নির্বাচন দিন রাতে একই গ্রামের হত্যা মামলার আসামী মকলুদ মিয়ার বাড়ীতে ডুকে সন্ত্রাসী কায়দায় মিজানুর রহমান ও বাছেত মিয়ার নেতৃত্ব ১৫/২০জনের একদল দূর্বৃত্তরা তাদের বাড়ীর পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করে স্বর্ণ অলংকার, নগদ টাকা, গরু ছাগল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করছেন।