স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুরাতন পৌরসভা রোডে অবস্থিত জহুর আলী রেস্টুরেন্টের সাবেক কর্মচারী অসুস্থ লেচু মিয়াকে নগদ অর্থ সহায়তা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি গতকাল হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে লেচু মিয়ার হাতে অর্থ সহায়তা হস্তান্তর করেন।
গত ২১ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে লেচু মিয়াকে দোকান ঘর হস্তান্তর অনুষ্ঠানে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মেয়র এই অনুদান প্রদান করেন। মেয়র বলেন, হবিগঞ্জ পৌরসভা অসহায় মানুষের পাশে রয়েছে। তিনি ভবিষ্যতেও লেচু মিয়া, গ্যাংগ্রিন রোগে পা হারানো পরিচ্ছন্নতা কর্মী আসকির মিয়াসহ যারা নিতান্তই অসহায় তাদেরকে সহায়তা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। এ সময় তাহমিনা বেগম লেচুর পরিবারের সহায়তায় নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। উল্লেখ্য, লেচু মিয়া ও গ্যাংগ্রিন রোগে পা হারানো পরিচ্ছন্নতা কর্মী আসকির মিয়া ইতিমধ্যে দোকান ঘর উপহার দিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম।