স্টাফ রিপোর্টার ॥ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ যদিও এ গানটি প্রয়াত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গেয়ে গেছেন। কিন্তু বাস্তব কার্যক্রমের সাথে এর কোনো মিল পাওয়া কঠিন। গত ৫ দিন ধরে বিনা চিকিৎসা ও ওষুধপত্র না পেয়ে সত্তোধ্ব এক অজ্ঞাত ব্যক্তি না ফেরার দেশে চলে গেলেন। এদিকে এই লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি শায়েস্তাগঞ্জের একটি সড়কের পাশ থেকে কে বা কারা ওই ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালের মেডিসিন বিভাগে রেখে চলে যান। কিন্তু এরপর থেকে তার খবর আর কেউ নেয়নি। এদিকে হাসপাতালে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে অন্য রোগীরা জানিয়েছেন, মেঝেতে পড়ে থাকলেও কোনো ডাক্তার কিংবা নার্স তার ধারে কাছে ভীড়েনি। দরিদ্র ও অজ্ঞাত রোগীদেরকে হাসপাতালে অবস্থিত সমাজসেবা অফিস থেকে সহায়তা করার কথা থাকলেও তারা এ বিষয়ে কিছুই করেনি। রোগীরা মনে করেন, বিনাচিকিৎসা ও না খেয়ে ওই লোকটি মারা গেছে। গতকাল মঙ্গলবার সকালে ওই অজ্ঞাত ব্যক্তি হাসপাতালের বারান্দায় মারা যান। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, আমরা অজ্ঞাত ব্যক্তিকে সনাক্তের চেষ্টা করছি। এখন পর্যন্ত সন্ধান মিলেনি। আজ বুধবার সন্ধান না পেলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।