রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নবীগঞ্জে সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন গত রবিবার সকাল ৮ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল পৌনে ৫ টায় গন্ধ্যা পূর্ব মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজার নামাজে অংশ গ্রহন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সালেহ আহমদ চৌধুরী, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মোর্শেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংবাদিক আলাউর রাহমান, আবু তালেব, এটিএম জাকিরুল ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মিজান আহমেদ, দলিল লিখক বজলু মিয়া, ফারুক আহমেদ, সাজিদুর রহমান, জাকির হোসেন, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী প্রমূখ। জানাজার নামাজ শেষে মরহুমকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক তোফাজ্জল হোসেন এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য সহকর্মী সাংবাদিক, দলিল লিখকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান। মরহুম তোফাজ্জল হোসেন সর্বশেষ সিলেটের দৈনিক কাজির বাজার পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com