স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (রহ.)-এর প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালা (রহ.)-সহ ১২০ আউলিয়ার চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরিফের ৭০৩তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র ওরস মোবারক ১৪ জানুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে। ওরসের প্রথম দিনেই লাখো মানুষের সমাগম ঘটবে। এ উপলক্ষে দরগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা দৃষ্টিনন্দন রূপে সাজানো হবে। ওরসকে কেন্দ্র করে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের সঙ্গে আনসার-গ্রাম পুলিশ সহায়তা করবে বলে জানা গেছে। ৩ দিনব্যাপী ওরস উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। ১৬ জানুয়ারি রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। মুড়ারবন্দ দরবার শরিফের মোতাওয়াল্লি আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি চিশতি) জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে ওরস মোবারক শুরু হবে। আশা করছি শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হবে। এ দিকে গতকাল বিকেলে এমপি নির্বাচিত হওয়ার পর মাজার জিয়ারত করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন, মোতাওয়াল্লি আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি চিশতি।