সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

জাতীয় সংসদ নির্বাচন-হবিগঞ্জ ॥ দুটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্র জয়ী

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হবিগঞ্জের ৪টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডঃ ময়েজ উদ্দিন শরীফ রোহেল, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডঃ মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নির্বাচিত হয়েছেন। জেলা রিটার্ণিং অফিসার জিলুফা সুলতানা ফলাফল ঘোষণা করেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল) প্রতীকে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক) ৩১৯ ভোট (সড়ে দাড়িয়েছিলেন), ইসলামি ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ৩১৭ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা) ২১৩ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মো. আব্দুল মজিদ খান পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট। এছাড়া জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল) ২৫৩ ভোট (সড়ে দাড়িয়েছিলেন), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা) ৫৪ ভোট, ইসলামি ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার) ৪২১ ভোট, তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালি আঁশ) ৩০৯ ভোট, বিএনএম এর এসএএম সোহাগ (নোঙর) ২৭২ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ১৪১ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ (ডাব) ১৭০ ভোট।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট। এছাড়া বিএনএম এর মোঃ বদরুল আলম সিদ্দিকী (নোঙর) ৩৫২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আদম আলী (ফুলের মালা) ২৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির (আম) ভোট ২৮৫, জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ৮৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবদুল ওয়াহেদ (চেয়ার) ৪৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান (ডাব) ২১২ ভোট ও মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান (ছড়ি) ১৫১ ভোট।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী শাহীন (লাঙ্গল) পেয়েছেন ৪১৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন (ডাব) ৫৪০ ভোট, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার) ভোট ১৭৩, বিএনএম এর মো. মুখলেছুর রহমান (নোঙ্গর) ৩৯৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন (চেয়ার) ৩৩৭ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ১৬৭ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com