বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার থেকে এ কর্মসূচি শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। এদিকে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে। তবে বিএনপির দু’টি গ্র“প আলাদাভাবে কর্মর্সচি পালন করবে বলে একটি সূত্রে জানা গেছে। সূত্রমতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছের নেতৃত্বে পৌরসভা মাঠ থেকে একটি র‌্যালির আয়োজন করা হয়েছে। এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: এনামুল হক সেলিমের নেতৃত্বে স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে অপর আরেকটি র‌্যালির আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com