রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

নবীগঞ্জ-বাহুবলে চমক দেখালো ঈগল বাবুকে হারিয়ে কেয়া চৌধুরী নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল) প্রতীকে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭০৩। ভোটের ব্যবধান ছিল ৪৪ হাজার ৩৪৯ ভোটের ব্যবধানে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুকে হারিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন কেয়া চৌধুরী। ফলাফল ঘোষণার পরপর নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল করেছে কেয়া চৌধুরী সমর্থকরা।
গতকাল রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা অনুপম কুমার দাস ও বাহুবল উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা তাহমিলুর রহমান পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সূত্রে জানা যায়- সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ-বাহুবল উপজেলার ১৭৭ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরণের বিশৃংখলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম।
নবীগঞ্জ উপজেলায় ১১৬টি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল) প্রতীকে ভোট পেয়েছেন- ৪১ হাজার ৯৯ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে প্রাপ্ত ভোট ২৩ হাজার ১৪০। এছাড়া ইসলামিক ঐক্যজোটের প্রার্থী মোস্তাক আহমেদ ফারকানী (মিনার) প্রতীকে প্রাপ্ত ভোট-২০৪ টি, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী নুরুল হক (গামছা) প্রতীকে প্রাপ্ত ভোট ১১৫ ভোট, নির্বাচন থেকে সরে দাঁড়ানো গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক) প্রতীকে প্রাপ্ত ভোট ২০১। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা- ২ লাখ ৭৭ হাজার ৮০০, এরমধ্যে প্রদত্ত ভোটের শতকরা হার ২৩.৫৭%।
অপরদিকে বাহুবল উপজেলার ৬১টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল) প্রতীকে ভোট পেয়েছেন- ৩৩ হাজার ৯৫৩ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে প্রাপ্ত ভোট ৭ হাজার ৫৬৩। এছাড়া ইসলামিক ঐক্যজোটের প্রার্থী মোস্তাক আহমেদ ফারকানী (মিনার) প্রতীকে প্রাপ্ত ভোট-১১৩ টি, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী নুরুল হক (গামছা) প্রতীকে প্রাপ্ত ভোট ৯৮ ভোট, নির্বাচন থেকে সরে দাঁড়ানো গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক) প্রতীকে প্রাপ্ত ভোট ১১৮। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা- ১ লাখ ৫৩ হাজার ৬২২, এরমধ্যে প্রদত্ত ভোটের শতকরা হার ২৭.৫৫%।
উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হন। মনোনয়ন দেয়া হয় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে। এরপর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। পরে আসন সমঝোতায় ২৫ আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। কপাল পুড়ে ডাঃ মুশফিকের। ফলে জাতীয় পার্টির মনোনয়ন ও আওয়ামী লীগ সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেন এম এ মুনিম চৌধুরী বাবু।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com