স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সতমুখা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঈগল পাখি সমর্থকদের হামলায় সাংবাদিক সহ আহত ৩ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা সাংবাদিকের ক্যামেরা ভাংচুর করে।
আহতরা জানায়, সতমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সুজাতপুর গ্রামের ঈগল সমর্থক মহসিন চৌধুরী, শেখ মোঃ সেলিম, রেজাউল মিয়া, কায়েদে আজম, শাহিন, শামীম সহ কয়েকজন লোক জোরপূর্বক ঈগল মার্কায় ভোট দেয়ার চেষ্টা করেন। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীসহ কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণের চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করে। এতে সাংবাদিক পাবেল খান চৌধুরী আহত হন। এ সময় নৌকার সমর্থক ও গ্রামবাসী তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার এজেন্ট জাক্কু মিয়া ও সানু মিয়া সুজাতপুর বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করে। এতে তারা গুরুতর আহত হন। বর্তমানে তারা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় হবিগঞ্জের সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানান।