সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

জাতীয় সংসদ নির্বাচন ॥ ভোট আজ হবিগঞ্জের ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ॥ ব্যাতিক্রম সদর

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

মো. কাউছার আহমেদ ॥ আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে পুলিশি নিরাপত্তায় প্রতিটি ভোট কেন্দ্রে পৌছানো হয়েছে নির্বাচনী ব্যালট পেপার। হবিগঞ্জের ৪টি নির্বাচনীয় আসনের মধ্যে ৩টি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ব্যাতীক্রম রয়েছে হবিগঞ্জ সদর আসনটি। নির্বাচন ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ইসি ও প্রশাসন। ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট নিয়ে উচ্ছাসের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠারও রয়েছে।
সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত ভোট গ্রহণে জেলার ৪টি আসনে ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য ৬৩৫টি ভোট কেন্দ্রের ভেতরে ৩ হাজার ৪৭১টি স্থায়ী এবং ১৮৬টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে। নির্বাচনে কত শতাংশ ভোট প্রয়োগ হবে। কোনো এলাকায় বেশি ভোট প্রয়োগ হলে কার পাল্লা ভারী হবে এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২ আসনে ৯জন, হবিগঞ্জ-৩ আসনে ৯ জন ও হবিগঞ্জ-৪ আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক) সড়ে দাড়িয়েছেন, ইসলামি ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা)। ৫ জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করায় জাপা সমর্থিত প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু ও স্বতস্ত্র প্রার্থী সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে নিয়ে হিসাব নিকেশ করছেন ভোটাররা। নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২২ জন। ইতিমধ্যে স্বেচ্ছায় নির্বাচন থেকে সড়ে দায়িছেন বর্তমান সংসদ সদস্য দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজীর ভাই দেওয়ান শাহেদ গাজী। এখানে কেয়া চৌধুরী শক্ত অবস্থানে রয়েছেন। কিন্তু আওয়ামীলীগ সমর্থিত হওয়ায় সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুও তৃণমূলে জনপ্রিয়। এতে জয়ের ব্যাপারে আশাবাদী জাপা।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৯জন প্রার্থী রয়েছেন। প্রার্থীগণ হচ্ছেন-আওয়ামী লীগ মনোনীত ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান এমপি (ঈগল), জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল) সড়ে দাড়িয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামি ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালি আঁশ), বিএনএম এর এসএএম সোহাগ (নোঙর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ও বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ (ডাব)।
এ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও স্বতস্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের মধ্যে। মজিদ খান তৃণমূলে জনপ্রিয় হলেও দলীয় নেতাকর্মীরা রয়েছে নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর পক্ষে। তার পিতা সাবেক সংসদ সদস্য হওয়ায় তৃণমূলে রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। তাই এ আসনে ৯ জন প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও স্বতন্ত্র প্রার্থী মজিদ খানের ঈগল মার্কার কঠিন ফাইট হবে। বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন। এ আসনে জাপা প্রার্থী শংকর পাল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়িয়েছেন।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ৯জন প্রার্থী প্রদিদ্বিন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ আবু জাহির এমপি (নৌকা), জাতীয় পার্টির এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মোঃ বদরুল আলম সিদ্দিকী (নোঙর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান (ডাব) ও মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান (ছড়ি)।
এ আসনে জনপ্রিয়তায় নৌকার দারে কাছেও কেউ নেই। নামস্বর্বস্ব ৯ জন প্রার্থী থাকলেও নৌকার বিজয় সুনিশ্চিত। তবে জাপার প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল এর প্রত্যাশা সুষ্ট ও নিরপেক্ষ ভোট হলে এ আসনে তিনি জয় লাভ করবেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৬৮১ জন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মো. মাহবুব আলী এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল), জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী শাহীন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো. মুখলেছুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন (চেয়ার) ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি)।
এ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। তবে ২৬ টি চা বাগান রয়েছে এ আসনে। আর বাগান শ্রমিকদের প্রতীক হচ্ছে নৌকা। এই আসনে নৌকার প্রার্থী সকল নির্বাচনে জয় লাভ করলেও এবার ব্যারিস্টার সুমনের রয়েছে শক্ত অবস্থান। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com