সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আগামীর কর্ণধার নৌকা না ঈগল

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ভোট নিয়ে উচ্ছাসের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠারও কমতি নেই। বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পৌছানো হয়েছে নির্বাচনী ব্যালট পেপার।
বানিয়াচং উপজেলায় ৪৭টি কেন্দ্রকে ঝুকিপুর্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝুকিপূর্ন ভোট কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচন উপলক্ষ্যে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবনের নিরাপত্তা জোরদার ও নজরদারির মধ্যে রাখা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। বানিয়াচং ও আজমিরীগঞ্জ এই দুই উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ২ আসন। এই আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন মাষ্টার’র ছেলে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ। দলীয় নেতা কর্মীরাদের নিয়ে মাসব্যাপী চষে বেড়িয়েছেন বিভিন্ন পাড়া মহল্লায় নৌকার জন্য ভোট প্রার্থনায়। তাই ভোটের সমীকরণে অন্য প্রার্থীদের তুলনায় ময়েজ উদ্দিন শরীফ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল মজিদ খান ঈগল প্রতীক নিয়ে লড়ছেন নির্বাচনী মাঠে। এ আসনে ৯ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা বনাম ঈগল প্রতীকের মধ্যে। চা-য়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনা কে হচ্ছেন এই আসনের কর্ণধার। ভোট নিজেদের দিকে টানতে পুরো নির্বাচনী আসন চষে বেড়িয়েছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ আর স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিভিন্ন গ্রাম ও হাটবাজারে নিজেদের লোক নিয়ে দিনরাত চালিয়েছেন প্রচার-প্রচারণা। সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমানে নতুন তরুন ভোটারদের কাছে বেশ জনপ্রিয় নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। বিগত করোনাকালীন সময়ে তার নিজস্ব অর্থায়নে দুই উপজেলাবাসীর মধ্যে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তার নিজের পক্ষ থেকে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, আর্থিক সহায়তাসহ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন। অপর দিকে বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খানও বিগত ১৫ বছরের উন্নয়নের ধারাবাহিকতায় আবারও তাকে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বিভিন্ন প্রচারণা সভায় বক্তব্য রেখে নিজেকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। এ নির্বাচনে অন্যদলের প্রার্থীরা থাকলেও দৃশ্যত তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। এই আসনে অন্যান্যরা দলের প্রার্থীরা হলেন জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ (গামছা), ইসমলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃনমূল বিএনপির খায়রুল আলম (সোনালী আঁশ), বিএনএম’র এস এ এম সোহাগ (নোঙ্গর), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ও বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মো: জিয়াউর রশীদ (ডাব)। ইতিমধ্যে জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল নির্বাচন থেকে সরে যাওয়ায় জাতীয় পার্টির অনেক কর্মী সমর্থকরা নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। আইন শৃংখলাসহ সার্বিক বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমানে আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১টি করে মোবাইল টীম, বিজিবি, সেনা বাহিনী, র‌্যাব এবং আনসার বাহিনীর সদস্যরাও থাকবে আইন শৃংখলার দায়িত্বে। প্রায় ১৫ থেকে ২০টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর টীমসহ থাকবে নির্বাচনী অনুসন্ধান কমিটির টীম। উল্লেখ্য, একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবিগঞ্জ-২ নির্বাচনী আসন। এই আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৩৩৩ জন। এর মধ্যে বানিয়াচং উপজেলায় ২ লাখ ৭৩হাজার ৮৫১ ভোট। আজমিরীগঞ্জে ৯৪ হাজার ৪৮২ জন ভোটার রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com