সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ-১ আসনে লাঙ্গল না ঈগল ॥ গ্রামে গ্রামে ভোটারদের শঙ্কা

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। হবিগঞ্জ-১ আসন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আসন ছেড়ে দেওয়ায় জাতীয় পার্টির সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভোটাদের মধ্যে নানা শঙ্কা দেখা দিয়েছে। ভোটার উপস্থিতি নিয়েও আছে নানা প্রশ্ন। তবে এলাকার উন্নয়নে মানুষের কল্যাণে যে কাজ করবে তাকেই এমপি হিসেবে দেখতে চান সাধারণ ভোটাররা। জানা যায়- নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসন। নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ১৯৯৬ সাল থেকে টানা তিনবার এমপি ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী। ২০১০ সালে তিনি মারা যাওয়ার পর উপ-নির্বাচনে এই আসনটিতে এমপি হয়ে চমক দেখান বিএনপি নেতা শেখ সুজাত মিয়া। কিন্তু ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শরিক হিসেবে জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। তখন জাতীয় পার্টি হবিগঞ্জ জেলার তৎক্ষালিন সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ডা. রেজা কিবরিয়াকে পরাজিত করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মনোনয়ন বঞ্চিত হন। মনোনয়ন দেয়া হয় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে। এরপর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। পরে আসন সমঝোতায় ২৫ আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। কপাল পুড়ে ডাঃ মুশফিকের। ফলে জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত এম এ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। লাঙ্গলের জয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ঈগল প্রতীকে শক্ত অবস্থানে আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত এমপি কেয়া চৌধুরী। আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্যের ভাই কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন । দিন ব্যাপী উপজেলার ইনাতগঞ্জ, দিঘলবাক ও আউশকান্দি ইউনিয়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি টিম, দেবপাড়া, গজনাইপুর, পানিউমদা ইউনিয়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতের নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি টিম, নবীগঞ্জ পৌরসভা, কুর্শি, নবীগঞ্জ সদর, বাউসা, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি টিম, বড় ভাকৈর (পশ্চিম), বড় ভাকৈর (পূর্ব), করগাঁও ইউনিয়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি টিম দায়িত্ব পালন করবে। এছাড়া স্টাইকিং ফোর্স ও সেনাবাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় কাজ করবে। শনিবার দুপুর থেকে নবীগঞ্জ উপজেলার ১১৬টি ও বাহুবল উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। কায়স্থগ্রামের ৭০ উর্ধ্ব আব্দুল আজিজ বলেন- বিগত সময়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি, যাওয়ার পূর্বেই আর ভোট দেয়া হয়ে গিয়েছিল, এজন্য এবার ভোটে দিতে পারবো কি না চিন্তায় আছি। কালিয়ারভাঙ্গার আব্দুর রকিব জানান- এলাকায় উন্নয়ন হয়েছে, আগামীতে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভোট কেন্দ্রে যাবো এবং যে প্রার্থী উন্নয়ন করবে তাকে ভোট দেবো। তরুণ ভোটার গুমগুমিয়া গ্রামের জুমান আহমেদ বলেন- আমার প্রথম ভোট আমি শান্তিপূর্ণ ভাবে দিতে চাই, আমার ভোট আমি আমার পছন্দের প্রার্থীকে দেবো। স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন- জনগণের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি, আশা করছি জনগণই বিজয় সু-নিশ্চিত করবে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু বলেন- বিগত সময়ে নবীগঞ্জ-বাহুবল এলাকায় অনেক উন্নয়ন করেছি, আমি যখন সংসদ সদস্য ছিলাম এলাকায় শান্তির একটা পরিবেশ ছিল, জনগণ ভোটকেন্দ্রে যাবে ও লাঙলকে বিজয়ী করবে বলে প্রত্যাশা করেন জাতীয় পার্টির প্রার্থী। হবিগঞ্জ-১ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক । এ আসনের মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৪২২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৮৫৭জন ও নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৬৩জন। মোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। মোট ভোটকক্ষ ৯৫৬।
নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার জানান- রাত ৩টা থেকে সকাল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ব্যালট যাবে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কঠোর অবস্থানে আছি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com