স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খানের সমর্থক আব্বাস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। ওই আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর প্রধান নির্বাচনী এজেন্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন গতকাল ৫ জানুয়ারী জেলা রিটার্ণিং অফিসারের নিকট এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল ৫ জানুয়ারী সন্ধ্যা ৬টায় এডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল মার্কা প্রতীকের সমর্থনে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইছেও বাজারে জনতা সভা করেন। উক্ত জনসভায় আব্বাস চৌধুরী প্রকাশ্যে নৌকা প্রতীকের সমর্থক আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়াকে নির্বাচনের পর দেখে নেবেন বলে হুমকি প্রদান করেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। অভিযোগে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।