প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ৪ জানুয়ারি বিভিন্ন দেশে অবস্থান ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হুমায়ূন কবীর চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহ উবাইদুর রহমান আবিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভায় সর্বসম্মত্রিক্রমে পূণরায় হুমায়ুন কবীর চৌধুরী শামীমকে সভাপতি ও মাওলানা শাহ উবাইদুর রহমান আবিদকে পুণরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ফাউন্ডেশনের আংশিক কমিটি গঠন করা হয়। ফাউন্ডেশনের সকল সদস্য ও উপদেষ্ঠাদের সাথে পরামর্শ করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এদিকে পূণরায় ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুর রহমান আবিদ মনোনীত হওয়ায় তারা ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং দায়িত্ব পালনের সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও আশির্বাদ কামনা করেন। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। উল্লেখ্য ২০২১ সালের ৯ মার্চ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠান পর থেকে গত দুই বছরের ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। এর মধ্যে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, স্কুল ব্যাগ, হুইল চেয়ার, টিউবওয়েল বিতরণসহ দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে আর্থিক সহযোগিতা প্রদানসহ ফ্রি মেডিকেল ঔষধ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।