স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি শেষ করেছেন রিটার্নিং অফিসার। আজ থেকে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা ও প্রিসাইডিং ও পোলিং অফিসার হবিগঞ্জের ৪টি আসনের ভোট কেন্দ্রে যাবে। এদিকে গতকাল শুক্রবার বিকালে পুলিশ লাইন্সে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং করা হয়। পুলিশের পাশাপাশি আনসাররাও উপস্থিত ছিল। তবে জেলার দুর্গম এলাকায় আজ নির্বাচনী সরঞ্জামাদি পৌছানো হবে। অন্য এলাকায় নির্বাচনের দিন সকালে ব্যালট পেপারসহ সরঞ্জামাদি নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি জুডিসিয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী স্ট্রাইকিং হিসেবে টহল দিবে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনার সাথে সাথে তাৎক্ষনিক ব্যবস্থা নিবেন।