স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন- আমরা সম্পদের পিছনে এমনভাবে মত্ত হয়ে গেছি যে, সন্তানের খবর রাখার সময় থাকে না। সন্তান কার কাছে কি পড়ছে কি আমল করছে তার কোনো হিসাব আমরা রাখি না। শিক্ষক ছাত্র/ছাত্রী একসাথে সিনেমা দেখে, নাচে, গান গায়, এমন সন্তান আপনার জীবনে কোনো কাজে আসবে না। আমাদের উচিৎ আমলদার চরিত্রবান শিক্ষকের মাধ্যমে সন্তানদের পড়ানো। বাদশা আলমগীর নিজের সন্তানদের এভাবেই শিক্ষা দিতেন। শিক্ষক নিয়োগের আগে দুটি বিষয় নজর রাখতেই হবে। আর তা হল শিক্ষক মেধাবী কি না, শিক্ষক চরিত্রবান কি না। শিক্ষক খুব মেধাবী কিন্তু চরিত্র ভাল না, আবার শিক্ষক খুব চরিত্রবান কিন্তু মেধাবী না, এমন শিক্ষকের হাতে সন্তানকে তুলে দেবেন না। কোটি টাকার সম্পদ হয়তো আপনার কাজে লাগবে না, কিন্তু একজন নেককার সন্তান যদি হাত তুলে দোয়া করে তাহলে আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। কাজেই সন্তানকে সুসন্তান, নেককার সন্তান, আমলদার সন্তান হিসাবে গড়ে তুলতে যদি অতিরিক্ত টাকা খরচ হয় তাহলে তাই করা উচিত।
মাওলানা আব্দুল মজিদ বলেন- ন্যায় বিচারকরা আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। নিজের দেহের সাথে আপনি ন্যায় বিচার করছেন কি না তাও জিজ্ঞাসা করা হবে। একজন মুসলমানের দেহের হক হচ্ছে নামাজ আদায় করা, আপনি নামাজ আদায় করলেন না, আপনি নিশ্চিত দেহের সাথে ন্যায় বিচার করেননি। দেহ আপনার বিরুদ্ধে স্বাক্ষী দেবে। অনেক বিচারক তার পছন্দের লোককে বলে থাকেন- “ভয় করিস না, আমি আছি”। ওই বিচারককে আল্লাহ পাকড়াও করবেন। সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। পরিবার পরিজনের সাথে ন্যায় বিচার করতে হবে। তিনি বলেন- দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সর্বাবস্থায় দোয়াকে গলার মালা বানাতে হবে। মসজিদ মুখী হতে হবে, মসজিদকে ভালবাসতে হবে। মসজিদের চেয়ে যাদের কাছে চা স্টল বা নিজের সাজানো বাড়িকে বেশি পছন্দ হয় তাদের জন্য আল্লাহর লানত রয়েছে।