স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দি হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনের ফুফু আলহাজ্ব শাহ আমিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল শুক্রবার ভোর রাতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমা আমিনা খাতুন শহরের জে.কে এন্ড এইচ.কে হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক আলহাজ্ব সিদ্দিক আলীর স্ত্রী এবং ব্যাংকের শায়েস্তাগঞ্জের অলিপুর শাখার সিনিয়র অফিসার নুরুল মুমিন তপু’র মাতা। তিনি শায়েস্তানগরস্থ হাই টাওয়ার মার্কেটের স্বত্ত্বাধিকারী মরহুম ইঞ্জিনিয়ার শাহ মোঃ আব্দুল হাই’র এর ছোট বোন এবং হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার শাহ মোঃ আব্দুল কাইয়ুমের বড় বোন।
এদিকে গতকাল শুক্রবার বাদ আছর শায়েস্তানগর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শায়েস্তানগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।