এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার জন্তুরী গ্রামের মুন্না বাগচীর স্ত্রী এক সন্তানের জননী আখি চক্রবর্তী (২৪) নামের এক গৃহবধূ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অসাবধানতার কারনে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের জন্তুরী গ্রামের মুন্না বাগচির স্ত্রী আখি চক্রবর্তী (২৪) সন্ধ্যার দিকে অসাবধানতা বশত ঘরে বিদ্যুৎ তারে হাত লাগলে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। বাড়ীর লোকজন প্রাণপন চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। সে মৃত্যুর খোলে ঢলে পড়ে। খবর পেয়ে থানার এসআই বিজয় দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানার পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।