মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার সংসদীয় আসন হবিগঞ্জ-২ নির্বাচনী এলাকায় উৎসব মুখর পরিবেশে চলছে শেষ মহুর্তের নির্বাচনী প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৯ জন প্রার্থী রয়েছেন এ আসনে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এ ছাড়া গানের তালে-তালেও ভোট চাওয়া হচ্ছে নির্দিষ্ট মার্কার পক্ষে। পোস্টারে ছেয়ে গেছে সড়কপথসহ বিভিন্ন পাড়া মহল্লা। তবে প্রচারণার ক্ষেত্রে নৌকা মার্কার প্রার্থী এগিয়ে রয়েছেন। বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা-চায়ের দোকানসহ সর্বত্রই আলোচনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বানিয়াচং ও আজমিরীগঞ্জ এই দুই উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ২ আসন। এই আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন মাষ্টার’র ছেলে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ। তিনি প্রতিদিন বিভিন্ন নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন এবং নৌকার পক্ষে ভোট চাইছেন। একইসঙ্গে দলীয় নেতা কর্মীরাও চষে বেড়াচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায় নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায়। তাই ভোটের সমীকরণে অন্য প্রার্থীদের তুলনায় ময়েজ উদ্দিন শরীফ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি এই আসনে প্রচরাণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল মজিদ খান ঈগল প্রতীক নিয়ে। এ আসনে ৯ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা বনাম ঈগল প্রতীকের মধ্যে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সঙ্গে কর্মী-সমর্থকরা। লক্ষ্য ভোটারের কাছে যাওয়া। তাদের মন জয় করা। তীব্র শীত উপো করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের প্রচারনা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনা কে হচ্ছেন এই আসনের কর্ণধার। এ অবস্থায় ভোট নিজেদের দিকে টানতে পুরো নির্বাচনী আসন চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ আর স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিভিন্ন গ্রাম ও হাটবাজারে নিজেদের লোক নিয়ে দিনরাত চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমানে নতুন তরুন ভোটারদের কাছে বেশ জনপ্রিয় নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। বিগত করোনাকালীন সময়ে তার নিজস্ব অর্থায়নে দুই উপজেলাবাসীর মধ্যে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তার নিজের পক্ষ থেকে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, আর্থিক সহায়তাসহ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন। অপর দিকে বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খানও বিগত ১৫ বছরের উন্নয়নের ধারাবাহিকতায় আবারও তাকে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বিভিন্ন প্রচারণা সভায় বক্তব্য রেখে নিজেকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। এ নির্বাচনে অন্যদলের প্রার্থীরা থাকলেও দৃশ্যত তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। এই আসনে অন্যান্যরা দলের প্রার্থীরা হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ (গামছা), ইসমলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃনমূল বিএনপির খায়রুল আলম (সোনালী আঁশ), বিএনএম’র এস এ এম সোহাগ (নোঙ্গর), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ও বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ জিয়াউর রশীদ (ডাব)। ইতিমধ্যে জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় জাতীয় পার্টির অনেক কর্মী সমর্থকরা নৌকার পক্ষে প্রচারনা চালাচ্ছেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উল্লেখ্য, একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবিগঞ্জ-২ নির্বাচনী আসন। এই আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৩৩৩ জন। এর মধ্যে বানিয়াচং উপজেলায় ২ লাখ ৭৩হাজার ৮৫১ ভোট। আজমিরীগঞ্জে ৯৪ হাজার ৪৮২ জন ভোটার রয়েছে।