শাহ্ মিলাদুর আবেদ, ফ্রান্সের প্যারিস থেকে ॥ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিসে থার্টিফার্স্ট নাইট পালিত হয়েছে। স্বাগত জানানো হয়েছে নতুন বছর ২০২৪ সালকে। প্রতি বছরের ন্যায় এবছরও সরকারি ভাবে এ আয়োজন করা হয়। বিজয়ী তারকা সৃতিসৌধ থেকে কনকর্ড পর্যন্ত সোজা রাস্তার মধ্যে লাগানো হয়েছিল পাঁচটি প্রজেক্টের। এই বিজয়ী তারকা সৃতিসৌধের চারদিকে বারোটি রাস্তার মিলন ঘটে। রবিবার বিকাল পাঁচটা থেকে প্রশাসনের লোকজন প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ করে প্রত্যেক ব্যক্তিকে শরীর এবং হাতে থাকা ব্যাগ পরীক্ষা করে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। রাত ১২ টার আগ পর্যন্ত লোকজন প্রবেশপথ দিয়ে ঢুকে প্রায় লক্ষাধিক এর বেশি। কঠোর নিরাপত্তার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে ২০২৪ সালকে বরন করে অনুস্টানের সমাপ্তি করা হয়।