কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় এর দিক নির্দেশনায় এসআই সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেন। এ সময় জুয়ার আস্তানা থেকে জুয়াড়ী মিরকুছ মিয়ার ছেলে মো, লকন (২৫), কবির মিয়ার ছেলে মো. সালমান হোসেন (২৫) ও রাজা মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া (২৮) নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তসুর গ্রামের বাসিন্দা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া খেলা আইনে মামলা দায়েরের পর বুধবার ৩ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান এর নির্দেশে থানা এলাকায় জুয়া, মাদকসহ অবৈধ কার্যকলাপ বন্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।